রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৬:৩৫ অপরাহ্ন
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধ :
আলমডাঙ্গার জেহালা পান হাটে অভিযান চালিয়ে চোলাই মদসহ গিয়াস উদ্দিন টোকন ( ৫৭) ও সাগর হোসেন (১৯) নামের দু’জনকে আটক করেছে পুলিশ। (২০ জুলাই) সোমবার সকালে দিকে মুন্সীগঞ্জ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
জানা গেছে, আলমডাঙ্গার জেহালা পান বাজারে মাদকের বেচাকেনা হচ্ছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। এমন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের টুআইসি এএসআই ইলিয়াস হোসেন ও এএসআই রমেন সরকার মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে সোনাতনপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে গিয়ান উদ্দিন টোকন ও উপজেলার কৃষ্ণপুর গ্রামের জাকির হোসেনের ছেলে সাগর হোসেনকে আটক করে। আটক দু’জনের কাছ থেকে দুই লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
এই করোনাকালেই মাদক ব্যবসায়ীদের ব্যবসা থেমে নেই। তারা অবাধে এই এলাকায় চোলাই মদের ব্যবসা চালিয়ে যাাচ্ছে। মাদক ব্যবসা বন্ধে এলাকাবাসী চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সু-দৃষ্টি কামনা করেছেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.