শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৫:৪৮ পূর্বাহ্ন
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
আলমডাঙ্গার হাইরোডে মোটর সাইকেল দূর্ঘটনায় মোটর সাইকেলচালক ও এক পথচারী আহত হয়েছে। আহত দু’জনকেই উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার হাইরোডে গতকাল শনিবার দুপুরের দিকে আলমডাঙ্গা বাজারের মৃত তাপস মিয়ার ছেলে তন্ময় (২৩) মোটরসাইকেল চালিয়ে উপজেলার দিকে যাচ্ছিলেন। রাস্তা পারপারের সময় একই পাড়ার মৃত হায়দার আলীর ছেলে আশরাফ আলীকে ধাক্কা দিলে দু’জনই মারাত্মক আহত হয়। দু’জনের পা ভেঙ্গে যায়। আহত দু’জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.