শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৮:৪২ অপরাহ্ন
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
আলমডাঙ্গার হারদী হাসপাতালের চিকিৎসকদের লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। হারদী হাসপাতালের কনফারেন্স রুমে গতকাল শনিবার বেলা ১ ২টায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় চিকিৎসকের উপর হামলাকারী যুবককে গ্রেফতার ও হাসপাতালে কর্তব্যরত ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানানো হয়।
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও প,প.কর্মকর্তা হাদী জিয়াউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএমএর সভাপতি ডাঃমার্টিন হিরোক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মার্টিন হিরোক চৌধুরী বলেন, করোনা পরিস্থিতিতে দেশের সকল ডাক্তার, পুলিশ, সাংবাদিক, প্রশাসনের সকল পর্যায়ের লোক ফ্রন্ট লাইনের যোদ্ধা। তাদেরই একজন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আশরাফুন নাহার নীনা ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোর্তুজা আরেফিনকে যে যুবক লাঞ্চিত করেছে প্রশাসনের নিকট জোর দাবী জানায় তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কেউ যদি মনে করে ডাক্তাররা দুর্বল তাহলে ভুল করবে। তিনি বলেন, আমরা গ্রামে দ্বায়িত্ব পালন করবো। তার জন্য আমাদের নিরাপত্তা দিতে হবে। এই হাসপাতালে যেসব ডাক্তাররা দ্বায়িত্ব পালন করছেন তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ২৪ ঘন্টার মধ্যে যদি আসামী গ্রেফতার না হয় তাহলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বসে বৃহত্তর আন্দোলনের কর্মসুচী ঘোষণা করা হবে ।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএমএর কেন্দ্রীয় সদস্য ডাঃ আওলিয়ার রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন ,ডাঃ আরেফিন মোর্তোজা, ডাঃ শারমিন আক্তার,ডাঃরাগিব সাহরিয়ার, ডাঃ মাশুক রহমান, ডাঃ আব্দুল্লাহ আল মামুুন, নাজমুল হুসাইন, ডাঃ সিলভিয়া পারভীন, ডাঃ আনিকা বুশরা হাসান, উপ-সহকারী মেডিকেল অফিসার ওবাইদুল হক, কাজল মাহমুদ, এসআই আমিনুল প্রমুখ।
প্রসঙ্গত,গত ১৬ জুলাই হারদী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আশরাফুন নাহার নীনাকে যাদবপুর গ্রামের আব্দুর রহিম নামে এক য্বুক তার পিতাকে হাসপাতালে না এনে প্রেসক্রিপশন লিখে দিতে বললে তিনি রোগী না দেখে প্রেসক্রিপশন লিখে দেননি। এ সময় তার সাথে ওই যুবকেন উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং তাকে লাঞ্চিত করে। এ সময় ওই যুবকেরর দ্বারা হাসপাতালের আরএমও সহ আরো এক নারী চিকিৎসককে লাঞ্চিত করা হয়।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.