সোমবার, ০১ মার্চ ২০২১, ০৬:২৪ অপরাহ্ন
জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়নে ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চার ২০২০-২০২১ সালের আয় ব্যয়ের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাসাদাহ ইউনিয়ন পরিষদের হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসাদাহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতিকুজ্জামান সন্টু। অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন তেলোয়াত করেন বকুন্ডিয়া জামে মসজিদের ইমাম গোলাম মোস্তফা। প্রধান অতিথি উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়েন লোকমোর্চার সভাপতি ও জীবননগর ডিগ্রী কলেজের উপাধাক্ষ্য জসিম উদ্দীন জালাল। সাধারণ সম্পাদক ও মাধবপুর বিসিকে এমপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পাভেল মেহেমুদ আঃ রব। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লোকমোর্চার উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, স্বাগত বক্তব্য রাখেন আব্দুল মোতালেব, কবির আহম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন হাসাদাহ ক্যাম্প ইনর্চাজ নাসির উদ্দীন, সাংবাদিক আল আমিন, হাসাদাহ ইউনিয়ন পরিষদের সদস্য আমির হোসেন ঝুলু, আব্দুল গণি, শরিফুল ইসলাম প্রমুখ। উন্মমুক্ত বাজেটের মোট আয় ১,০৬,৮৬,৮৯৮ টাকা মোট ব্যয় ১,০৬,১১,১৫৬ টাকা, উদ্বৃত্ত ৭৫,৭৪২ টাকা। উন্মক্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী সচিব সাজিবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্বে ছিলেন লোকমোর্চার সমন্বয়কারী আব্দুল আলীম সজল। সার্বিক পরিচালনা করেন লোকমোর্চার প্রকল্প কর্মকর্তা মাহামুদুর রহমান আকাশ।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.