বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৫:১৬ অপরাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোকিত সীমান্তের আওতায় সীমান্তে বসবাসরত হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে চুয়াডাঙ্গা বিজিবি-৬’র এর সীমান্ত এলাকায় বসবাসরত দুস্থ, অসহায় এবং হতদরিদ্রদে মাঝে অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার চুয়াডাঙ্গা বিজিবি-৬ এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক প্রয়োজনীয় অর্থ সহায়তা ও সরঞ্জামাদির সমন্বয়ে বর্ণিত অনুদান সমূহ প্রদান করা হয়েছে। সে সময় ১৩টি পরিবারের মাঝে ৬ টি সেলাই মেশিন, ০৪ টি গবাদিপশু, ০১ টি ভ্যান, কৃষি কাজে ব্যবহারের জন্য বীজ ও সার প্রদান এবং ০১ জনকে চায়ের দোকান স্থাপন করার জন্য প্রয়োজনীয় চা পাতা, দুধ, চিনি, বিস্কুট, কেটলী, ষ্টোভ ও নগদ ৬হাজার টাকা প্রদানসহ সর্বমোট ১৩ জনকে অনুদান প্রদান করা হয়েছে। উক্ত অনুদান সমূহ চুয়াডাঙ্গা বিজিবি-৬’র অধিনায়ক পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি, অতিরিক্ত পরিচালক নিস্তার আহমেদ এবং সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী কর্তৃক বিতরণ করা হয়েছে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.