সোমবার, ০১ মার্চ ২০২১, ০৬:২২ অপরাহ্ন
আলমডাঙ্গার পশুহাটে গরু বিক্রি করতে আসা এক কৃষক দালালের খপ্পরে পড়ে প্রতারনার শিকার হয়েছে।
গতকাল বুধবার ওই কৃষক গরু বিক্রি করার পর তাকে দালাল ছেড়া ১শ টাকা, ২০ টাকার নোট জোড়া দেওয়া টাকা দিয়ে অভিনব কায়দায় প্রতারণা করেছে।
জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মৃত নিজাম উদ্দিন মন্ডলের ছেলে নাসির উদ্দিন গতকাল বুধবার আলমডাঙ্গা পৌর পশুহাটে গরু বিক্রি করতে আসে। তাকে একই গ্রামের খবির উদ্দিনের ছেলে দীর্ঘদিনের গরুর দালাল হিসেবে পরিচিত আরশাদ আলী ভালো দামে গরু বিক্রি করে দিবে বলে সাথে আসে। বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে দালাল আরশাদ গরুাট ৭৫ হাজার টাকায় এক ব্যক্তির কাছে বিক্রি করে টাকা বুঝ করে নেয়। পরে ভীড়ের মধ্যে গোপনে গরু মালিক নাসির উদ্দিনের হাতে টাকার একটি বান্ডিল দেয়। এ সময় গরু মালিক বান্ডিল খুলে দেখেন উপরে ১টা এক হাজার টাকার নোট, ৪১টি এক শত টাকার নোট ও ৪২টি ২০ টাকা ছেড়া নোট জোড়া দেয়া রয়েছে।
রেল ষ্টেশনের নিকট এসে গরু মালিক কৃষক নাসির উদ্দিন চেচামেচি করলে লোকজন জড়ো হয়। এ সময় দালাল আরশাদ তাকে বুঝিয়ে বাড়ী নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে থানায় নিয়ে যান। পরে গ্রামের লোকজন উপস্থিত হয়ে দালাল আরাশদ কৃষক নাসির উদ্দিনকে টাকা ফেরত দিবে মর্মে লিখিত দিয়ে তাকে মুক্ত করে নিয়ে যান।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.