বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৫:১৩ অপরাহ্ন
নাটকটি পরিচালনা করেছেন আরেক অভিনেতা-নির্মাতা শামীম জামান। নাটকটির শুটিং শেষ করেই হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন এ অভিনেত্রী।
এ বিষয়ে স্বাগতা বলেন, আসলে পরিস্থিতি বোঝার জন্য একটি নাটকে অভিনয় করেছি। এটাই প্রচার হবে এবারের ঈদে। আর কোনো নাটকে ঈদের আগে কাজ করবো না। তবে ঈদের পর যদি পরিস্থিতি উন্নতি হয়, তবেই কাজে ফিরবো।
এদিকে করোনাকালীন সময়ে এই অভিনেত্রী সংসার সামলেছেন, অসহায় মানুষদের মুখে খাবার জুগিয়েছেন। ঘরে বসে অনলাইনে করোনার বিরুদ্ধে সচেতনতার কাজ করেছেন। এছাড়া সঙ্গীত চর্চার মাধ্যমেও সময়গুলোকে অতিক্রম করেছেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.