মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১০:৩৩ অপরাহ্ন
করোনাভাইরাসের সংক্রমণ রোধে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নে মাস্ক বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১টায় মোমিনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মাস্ক বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। এ সময় তিনি বলেন চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের পাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই তারা দেবী ফাউন্ডেশন মানব সেবাই একের পর এক কার্যক্রম পরিচালনা করে আসছে। যা সত্যিই প্রশংসার দাবিদার।
তিনি আরো বলেন, আপনাদের যদি জরুরী প্রয়োজনে বাড়ী থেকে বাইরে হতে হয় অবশ্যই মাস্ক পরে বের হবেন। এ সময় তিনি জরুরী প্রয়োজনে বাড়ী থেকে বের হওয়া জনসাধারণের মাঝে ৫শ পিস মাস্ক বিতরণ করেন। মাস্ক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ,নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু। ইউপি সচিব মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান,ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য ববিতা খাতুন, আলেয়া খাতুন ও আছিরন নেছা। বিতরনের সহযোগিতায় ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক শাকিব ও নুহাশ।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.