শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:২১ পূর্বাহ্ন
বাংলাদেশ পুলিশের আইকন, মাননীয় পুলিশ প্রধান জনাব: ড, বেনজীর আহমেদ মহোদয়। গত ৯ জুলাই বাংলাদেশের সকল থানার ওসিদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ব্রিফিংয়ের আলোকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলামের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও সদর সার্কেল (চলতি দায়িত্ব) কনক কুমার দাস এর নেতৃত্বে অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান সঙ্গীয় এসআই (নিঃ)/ একরামুল হোসাইন, এসআই(নিঃ)/ মুহিতুর রহমান, এসআই(নিঃ)/ ওহিদুল ইসলাম ও ফোর্সসহ চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচলনাকালে গতকাল রবিবার বিকাল সাড়ে ৪ টা হতে সাড়ে ৫ টা পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভাধীন দুটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী বুজরুকগড়গড়ী মুসলিম পাড়ার বাবুলের স্ত্রী শিপড়া(৬৫), আলোকদিয়ার মৃত আজিবার রহমানের ছেলে ফয়জুল ইসলাম(৩৫), মসজিদ পাড়ার মৃত মওলা বক্সএর ছেলে বনি(৩০), সাতগাড়ীর মৃত হিমায়েত মীরের ছেলে মনিরুর ইসলাম মনি(৩৫), হকপাড়ার মুনসুর আলীর ছেলে হৃদয় হোসেন(২২) সহ মোট ৫জনকে আটক করে। গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে ৩০০ গ্রাম মাদক দ্রব্য গাঁজা ও ৪০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে পৃথক ০২টি মামলা রুজু করা হয়েছে। মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত আসামী শিপরা বেগম এর বিরুদ্ধে ইতোপুর্বে ১৬টি মামলা রয়েছে এবং প্রায় সবগুলো মামলা বিচারাধীন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.