সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:০৪ পূর্বাহ্ন
জীবননগর দেহাটি বাজারে মাংস বিক্রেতার কাছ থেকে পণ্য কিনতে গেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম(৫০) মারাত্মক জখম হয়েছে। আহত মাংস বিক্রেতা শহিদুল ইসলাম জীবননগর হাসপাতালে ভর্তি হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা দায়ের হয়েছে। আহত শহিদুল দেহাটি বাজারপাড়ার মঙ্গল মন্ডলের ছেলে।
শহিদুল ইসলাম অভিযোগ করে জানান, দেহাটি বাজারে মাংসের ব্যবসা করে আসছেন। বাজারে তাদের কাছ থেকে মাংস ও মাছ কেনাকে কেন্দ্র করে তার প্রতিবেশী রমজান ও হারুনের সাথে বাক বিতন্ডা ঘটে। এ ঘটনায় স্থানীয় দুই ইউপি সদস্যের কাছে বিচার দিলে তারা উভয় পক্ষকে (১০ জুলাই) শুক্রবার সালিশ বৈঠকে হাজির হতে বলে। কিন্তু প্রতিপক্ষরা সালিশ বৈঠকে হাজির না হলে তা ভেস্তে যায়। এর পর রাত ৯টার দিকে মাংস ব্যবসায়ী শহিদুল পাওনাদারের ১লক্ষ ১৬ হাজার টাকা নিয়ে বাড়ী থেকে বের হওয়ার পর পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ দেহাটি নিকারীপাড়া গ্রামের মৃত: আকবর মন্ডলের ছেলে শাহাদত, হারুনের ছেলে রমজান ও জলিলের ছেলে হারুন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাকে বে-ধড়ক পিটিয়ে মারাত্নক জখম করে কাছে থাকা ১লাখ ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.