বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৫:১৯ পূর্বাহ্ন
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী এবং ডিঙ্গেদহের মোকামতলায় ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়েছে। (১১ জুলাই) শনিবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় বিভিন্ন মুদিখানার দোকান, ফলের দোকান, মাছ বাজার, সবজি বাজার ও হোটেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয়। সে সময় মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রয়, পণ্যের মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য বিক্রয় ও মূল্যতালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৪টি প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালিন সময় করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে সচেতন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান। অভিযান চলাকালীন নিরাপত্তার দ্বায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.