শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৪:৩১ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গার বেগমপুরের আলোচিত আকন্দবাড়ীয়া এলাকার মাদক কারবারীরা অনেকটায় বেপরোয়া। মাদক বেচা-কেনা অব্যাহত থাকায় ফেনসিডিল সেবন করতে এসে ৩ যুবক গ্যাড়াকলে পড়েছে। পুলিশ তাদের গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা গুণে তাদেরকে ফিরতে হয়েছে বাড়ী। আকন্দবাড়ীয়া এবং রাঙ্গিয়ারপোতা গ্রামের মাদক নিয়ন্ত্রণে দর্শনা থানা পুলিশের আরও কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছে সচেতন মহল।
চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া গ্রাম নানা ভাবে মাদকের জন্য আলোচিত। (১০ জুলাই) শুক্রবার রাত ১০ টার দিকে দর্শনা চণ্ডিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে বাপ্পি (৩০), ঝিনাইদহ সদরের ফারুক হোসেনের ছেলে আলামিন (২৪) ও একই এলাকার মসলেম উদ্দিনের ছেলে লিটন (৩৫) ফেনসিডিল সেবন করতে আসে। রাত ১১ টার দিকে ফেনসিডল সেবন অবস্থায় দর্শনা থানাধীন বেগমপুর ক্যা¤প পুলিশের ইনচার্জ এসআই সোহানুল হক তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। ভ্রাম্যমাণ আদালতে আলামিন ও লিটনকে ৫ হাজার এবং চণ্ডিপুর গ্রামের বাপ্পিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। মাদক সেবীরা জরিমানার টাকা গুণে বাড়ী ফেরে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.