বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৯:১৩ অপরাহ্ন
দামুড়হুদায় খাদ্য সচীব ড. নাজমান আরা খানম আচমকা পরিদর্শন করেন। এ সময় খাদ্য সচীব দর্শনা খাদ্যগুদামসহ সেখানকার লকডাউন এলাকা পরিদর্শন শেষে বেলা ১১টা নাগাদ দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছালে সেথানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আবু হেনা জামান মোহাম্মদ শুভসহ আবাসিক মেডিকেল অফিসার ডা: ফারহানা ওয়াহিদ, মেডিকেল অফিসার ডা. তানভির মোহাম্মদ আসিব মোস্তবা ও ডা. ওয়ালিদ।
দৈনিক আমাদের চুয়াডাঙ্গা ডটকম
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজলা নির্বাহী অফিসার দিলারা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন, দামুড়হুদা সার্কেল অফিসার আবু রাসেল, দর্শনা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অপু সরকার প্রমুখ।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.