শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৮:১০ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার : সজীব ওয়াজেদ জয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। (১০ জুলাই) শুক্রবার বিকেল ৪ টার দিকে আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
dailyamaderchuadanga.com
এ সময় সজীব ওয়াজেদ জয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পরিষদের সাধারণ সম্পাদক মারুফুজ্জামান বাবু, সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক, সহ-সভাপতি শাহীন উদ্দীন, আলী আজগর সোনা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মল্লিক, মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এ সায়াদ পিন্টু, উজ্জল হোসেন তালুকদার, প্রচার সম্পাদক মাসুদ পারভেজ খোকা, দপ্তর সম্পাদক আনিসুজ্জামান, শফি কামাল। এ ছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, সদস্য আব্দুল মালেক, আওয়াল কবীর, সিরাজুল ইসলাম, ফখরুল ইসলাম, ওহিদুজ্জামান, কানন মিয়া প্রমুখ।
dailyamaderchuadanga.com
পরিষদের যুগ্ম সাষারণ সম্পাদক আরিফুল ইসলাম মল্লিকের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন সজীব ওয়াজেদ জয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার মনিরুজ্জামান।
সভার শুরুতে পরিচয় পর্বে সজীব ওয়াজেদ জয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটির সদস্যদের পরিচয় করিয়ে পরিচয় পর্বের মধ্যো দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সজীব ওয়াজেদ জয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফুজ্জামান বাবু, সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক, সহ-সভাপতি শাহীন উদ্দীন, আলী আজগর সোনা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মল্লিকসহ আরো অনেকে।
dailyamaderchuadanga.com
পরিচিতি সভায় বর্তমান করোনা পরিচিতি নিয়ে আলোচনা করা হয়। সজীব ওয়াজেদ জয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সকলকে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানানো হয়। সভায় বক্তারা পরিষদের সকলের উদ্যোশ্যে বলেন নেতৃত্বে ঐক্যবদ্ধ থাবতে হবে সব সময়। পরিচিতি সভা শেষে পরিষদের সকলকে স্বাগত জানানো হয়।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.