শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৪:৫৯ পূর্বাহ্ন
জীবননগর প্রতিনিধি : ছেলের বিরুদ্ধে আন্দুলবাড়ীয়া ইউনিয়নে অভিযোগ দায়ের করেছে পিতা আফসার আলী। ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যানের নির্দেশনায় মুচলেকা নিয়ে ছেলের শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। (৬ জুলাই) মঙ্গলবার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ছেলে আশাদুল হক (৪৫)কে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেছে।
অভিযোগে জানা যায়, আন্দুলবাড়ীয়া গোডাউন পাড়ার আফসার আলী তার ছেলে আশাদুল হকের (৪৫) বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদে পিতাকে মারপিটের একটি অভিযোগ দায়ের করা হয়। পরিষদের শালিস বৈঠকে ছেলেকে সুধরিয়ে চলার নির্দেশনা দিয়ে সাদা কাগজে মুচলেকায় স্বাক্ষর করিয়ে নেন ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। পরে তাকে উপস্থিত লোকজনের মধ্যে পরিষদের চৌকিদার ছেলেকে শারীরিকভাবে লাঞ্চিত করে। এ ঘটনায় স্থানীয়রা আশাদুল হককে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তার জানান, ছেলে আশাদুল তার পিতাকে প্রায়ই মারধোর করতো বলে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ছেলেকে ইউনিয়ন পরিষদে ডেকে তাকে সুধরে চলার জন্য তাগিদ দিয়ে একটি মুচলেকা নেয়া হয়। এছাড়া অন্য তেমন কোন ঘটনা ঘটে নি। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে সুনাম নষ্ট করার চেষ্টায় লিপ্ত রয়েছে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.