সোমবার, ০১ মার্চ ২০২১, ১২:০৭ অপরাহ্ন
পুরুষ হকি বিভাগ ছিল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) এবার যোগ হল নারী হকি। প্রথমবার যোগ হওয়া এই বিভাগে ভর্তির অপেক্ষায় আছেন ১৫ জন নারী হকি খেলোয়াড়।
মূলত ক্রীড়া পরিদফতরের পরিচালক তারিকুজ্জামান নান্নুর আগ্রহেই হকি ফেডারেশনের মাধ্যমে বিকেএসপিতে যুক্ত হয়েছে এই বিভাগটি। করোনা-সংকট কেটে গেলে বিকেএসপিতে ভর্তি হতে পারবেন তারা।
বিকেএসপির বাছাইয়ে প্রথম ব্যাচে জায়গা করে নিয়েছেন দিনাজপুরের অর্পিতা পাল, বীথি রানী সরকার, আনারকলি আঁখি ও বিনা এক্কা, ঝিনাইদহের রিভা খাতুন ও নাদিরা, ময়মনসিংহের সুমাইয়া আক্তার সিমু ও ঐশ্বর্য সরকার শেভা, চট্টগ্রামের ফাতেমা তুজ জোহরা, হিমাদ্রী বড়ুয়া সুখ ও নীলাদ্রী বড়ুয়া নীল, কিশোরগঞ্জের সানজিদা আক্তার মনি, নেত্রকোনার শারিকা সাফা রিমন, রাজশাহীর মহুয়া এবং সাতক্ষীরার কেয়া পারভীন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.