সোমবার, ০১ মার্চ ২০২১, ০৬:৫০ অপরাহ্ন
ময়মনসিংহের ভালুকায় একটি বাজারে আগুন লেগে সাতটি দোকানের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে উপজেলার বাটাজোর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এরই মধ্যে ইব্রাহীম মিয়া, উজ্জল মিয়া, সিরাজুল ইসলাম, আহাব আলী, মিনহাজ উদ্দিন, কিতাব আলী ও ফয়েজ উদ্দিনের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগীরা জানিয়েছেন, এ অগ্নিকাণ্ডে সব মিলিয়ে তাদের কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশনমাস্টার ইকবাল হাসান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাটাজোর বাজারে আগুনের সূত্রপাত ঘটে। এতে পর্যায়ক্রমে সাতটি দোকানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরই মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.