রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৫:৩৫ অপরাহ্ন
যশোরের অভয়নগরে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক নারীর (৩০) মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার উপজেলার নওয়াপাড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী রকেট এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশনে পৌঁছলে রেললাইনের বিপরীত পাস দিয়ে ট্রেনে ওঠার সময় পা পিছলে অজ্ঞাতনামা ওই নারী রেললাইনের ওপর পড়ে গিয়ে দিখণ্ডিত হয়।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. মহসীন রেজা জানান, সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রকেট এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশন থেকে যাত্রী উঠানোর সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর মরদেহ রেললাইনের পাশে পড়ে আছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.