শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৮:১৮ অপরাহ্ন
মৌলভীবারের শ্রীমঙ্গলে নিমাণাধীন নিচে পড়ে সনাতন কর্মকার(৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হন।
জানা যায়, বুধবার রাতে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফিনলে চা কোম্পানির বর্মাছড়া চা বাগানের ৩ নম্বর সেকশনে নির্মাণাধীন একটি কালভার্টের নিচে পরে গিয়ে পশ্চিম পাড়ার রবণ কর্মকারের ছেলে সনাতন কর্মকার প্রাণ হারান।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ বৃহষ্পতিবার সকালে লাশটি উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সনাতন কর্মকার বর্মাছড়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি উদনাছড়া যাচ্ছিলেন।
পথিমধ্যে নির্মাণাধীন একটি কালভার্টে এসে দুর্ঘটনায় পড়েন। এই কালভার্টে কোন লাল ঝান্ডা বা রাস্তা বন্ধের সর্তকতা ছিল না।
ফলে সনাতন কর্মকার ভুল করে সরাসরি কালভার্টের দিকে মোটরসাইকেল চালিয়ে গেলে নির্মাণাধীন সেতুর রড বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
সকালে সেতুর নির্মাণ শ্রমিকরা কাজে আসলে মোটরসাইকেলসহ আরোহীর লাশ পড়ে থাকতেদেখে পুলিশে খবর দেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.