বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৫৭ পূর্বাহ্ন
উপমহাদেশে ব্রিটিশদের অত্যাচার ও লুণ্ঠনের ইতিহাস লিখে সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
হিন্দুস্তান টাইমস জানায়, ‘দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া’ বইয়ের জন্য এ বছরের সাহিত অ্যাকাদেমি পুরস্কার দেয়া হয় শশী থারুরকে।
বুধবার এক বিবৃতিতে এ খবর জানায় অ্যাকাদেমি কর্তৃপক্ষ। তারা জানায়, এবার ইংরেজি ভাষায় নন ফিকশন সাহিত্য বিভাগে থারুরের বইটি নির্বাচিত হয়েছে।
২০১৬ সালে প্রকাশিত বইটিতে ভারতে ব্রিটিশ শাসনের প্রভাব এবং উপনিবেশ স্থাপনের মাধ্যমে নানাভাবে সম্পদ লুণ্ঠনের বিশদ আলোচনা করা হয়েছে। ইতিমধ্যেই পাঠক ও সমালোচক মহলে বিপুল সাড়া জাগিয়েছে বইটি।
এ বছর সাতটি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, ছয়টি ছোটগল্প সংকলন, তিনটি প্রবন্ধ সংগ্রহ এবং নন ফিকশন, আত্মজীবনী ও জীবনী বিভাগ থেকে একটি করে বইকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়।
আগামী বছরের ফেব্রুয়ারিতে সাহিত্য অ্যাদেডেমির সম্মেলনে এই সম্মাননা প্রদান করা হবে। পুরস্কার হিসেবে দেয়া হবে ক্রেস্ট, একটি শাল ও এক লাখ রুপি
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.