রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ১১:১২ অপরাহ্ন
আগামী ৩০ জানুয়ারি থেকে কক্সবাজার–সেন্টমার্টিন সমুদ্র পথে পর্যটক বাহী জাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে। এই পথে দীর্ঘদিন ধরে যাত্রীবাহী জাহাজ চলাচলের দাবি জানিয়ে আসছিলেন পর্যটকরা।
ফারহান এক্সপ্রেস টুরিজমের বরাত দিয়ে ভেসেল ফাইন্ডারস বাংলাদেশ এই তথ্য জানিয়েছে।
জানা যায়, চলতি মাসের ৩০ তারিখ থেকে পর্যটক বাহী বিলাস বহুল জাহাজ এম ভি কর্ণফুলী এক্সপ্রেস কক্সবাজার – সেন্টমার্টিন সমুদ্র পথে যাত্রা শুরু করবে।
এই রুটে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরুর উদ্বোধন করবেন নৌ-পরিবহন প্রতি মন্ত্রী জনাব খালিদ মাহামুদ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মাননীয় নৌ-সচিব জনাব এম এ সামাদ।
জাহাজটি পরিচালনা করবে কর্ণফুলী শিপ বিল্ডার্স (লিঃ) এবং সার্বিক সহযোগিতায় থাকবে ফারহান এক্সপ্রেস টুরিজম।
ফারহান এক্সপ্রেস টুরিজম এর ব্যবস্থাপনা পরিচালক হোসাইন ইসলাম বাহাদুর জানান, দ্রুতই জাহাজের বিস্তারিত, ভাড়ার তালিকা ও সময় সূচি জানিয়ে দেয়া হবে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.