সোমবার, ০১ মার্চ ২০২১, ১২:৪৯ অপরাহ্ন
করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা চীনে। আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে তিন শতাধিক। প্রাণী থেকে এই ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে এমন গুজব পড়ে দেশটিতে।
এতে পোষা প্রাণীগুলোকে বহুতল ভবন থেকে বাইরে ছুড়ে ফেলছে চীনা নাগরিকেরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সানে রাস্তায় পড়ে থাকা মৃত পোষাপ্রাণীর ছবি প্রকাশ করে। চীনের বিভিন্ন শহরে রাস্তায় রাস্তায় রক্তাক্ত মৃত প্রাণী পড়ে আছে।
করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানের পার্শ্ববর্তী শহর তিয়ানজিনে আবাসিক এলাকার রাস্তায় মরে পড়ে আছে একটি পোষা কুকুর। বহুতল ভবন থেকে পোষা প্রাণীটিকে ছুড়ে ফেলে দিয়েছে কোনো বাসিন্দা। যার গোটা শরীরই রক্তাক্ত।
ভাইরাসে বিপর্যস্ত চীনের আরেক বড় শহর সাংহাইতেও এমন দৃশ্য দেখা গেছে। শহরের এক রাস্তায় একসঙ্গে পাঁচটি পোষা বিড়াল রক্তাক্ত অবস্থায় মরে পড়ে থাকতে দেখা গেছে।
এদিকে পোষা প্রাণীর মাধ্যমে মানুষের শরীরেও করোনাভাইরাস সংক্রমিত হচ্ছে এমন খবরের সত্যতা নেই বলে জানিয়েছে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক। তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি নোট প্রচার করে।
এতে লেখা আছে, ‘কুকুর ও বিড়ালের মতো অন্যান্য পোষাপ্রাণী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।’
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.